thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

প্রাথমিক সমাপনীতে ২ স্থানের ফল স্থগিত

২০১৩ ডিসেম্বর ৩০ ১৫:২৮:৩৬
প্রাথমিক সমাপনীতে ২ স্থানের ফল স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক সমাপনী পরীক্ষায় দুটি স্থানের ফল স্থগিত করা হয়েছে। বরগুনা জেলার আমতলী উপজেলা ও বিদেশে লিবিয়ার ত্রিপোলী কেন্দ্রের প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সচিবালয়ে রবিবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘অসঙ্গতির কারণে বরগুনার আমতলীর ফল স্থগিত রাখা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে স্থগিত ফল প্রকাশ করা হবে। তবে তিনি অসঙ্গতির ধরণ সম্পর্কে কিছু জানাননি।’

মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের বাইরে আটটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এরমধ্যে লিবিয়ার ত্রিপোলী কেন্দ্রের ফল স্থগিত রাখা হয়েছে। কারণ এ কেন্দ্রের খাতা এখনো আমরা পাইনি।’ ত্রিপোলী কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা তিনজন বলেও জানান তিনি।

এবার সারাদেশে ৬ হাজার ৫৭৪টি কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক সমা্পনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিকে পাসের হার ৯৮ দশমিক ৫৮ ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৮০ শতাংশ।

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/ডিসেম্বর ৩০,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর