thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

পিছিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়

২০১৩ ডিসেম্বর ৩০ ১৬:১৯:২১
পিছিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক সমাপনীতে পাসের হারে এবারও পিছিয়ে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১১ ধরনের প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান ছয় নম্বরে।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

প্রাথমিকে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের পাসের হার সর্বোচ্চ ৯৯ দশমিক ৮৪ শতাংশ। এ ছাড়া ব্র্যাক পরিচালিত বিদ্যালয়ের পাসের হার ৯৯ দশমিক ৮৩, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ দশমিক ০৮, উচ্চ বিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ে ৯৯ দশমিক ৩২, কিন্ডারগার্টেনে ৯৯ দশমিক ৩৯ শতাংশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৮ দশমিক ৭৭, সদ্য জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৭ দশমিক ৪৫, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে ৯৬ দশমিক ৬৮, ননরেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৬ দশমিক ৫৪, শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে ৯৪ দশমিক ৯২, এনজিও পরিচালিত বিদ্যালয়ে ৯৫ দশমিক ৯১, ও আনন্দ স্কুলে ৮২ দশমিক ২৯ শতাংশ।

এবার প্রাথমিক সমাপনীতে পাসের হার ৯৮ দশমিক ৫৮ ও ইবতেদায়ীতে পাসের হার ৯৫ দশমিক ৮০ শতাংশ।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএআর/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর