thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কঙ্গোর বিমানবন্দর ও টিভি কেন্দ্রে বন্দুকধারীদের হামলা

২০১৩ ডিসেম্বর ৩০ ১৬:৩২:৫৯
কঙ্গোর বিমানবন্দর ও টিভি কেন্দ্রে বন্দুকধারীদের হামলা

দ্য রিপোর্ট ডেস্ক : গণপ্রজাতন্ত্রী কঙ্গোর রাজধানী কানসাসার একটি আন্তর্জাতিক বিমানবন্দরে গুলি চালিয়েছে বন্দুকধারীরা। একই সময় একটি প্রধান টিভি কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে বন্দুকধারীরা।

সোমবার সকালের দিকে বিমানবন্দরে চালানো একাধিক হামলায় কমপক্ষে চারজন মারা গেছে।

এদিকে এরটিএনসি নামের একটি টিভি কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে সম্প্রচার বন্ধ করে দিযেছে একাধিক বন্দুকধারী। তবে সম্প্রচার বন্ধ করার আগে দুই জন বন্দুকধারী ক্যামেরার সামনে গিয়ে দেশটির প্রেসিডেন্ট জোসেফ কাবিলার বিরুদ্ধে একটি রাজনৈতিক বার্তা প্রচার করেন।

ভিডিও বার্তাটিতে বলা হয়, ‘জাইদিয়ন মুকুনগুবিলা তোমাকে রুয়ান্ডার গোলামি থেকে মুক্তি করতে এসেছে।’

এ সময় আশেপাশের এলাকার সকল দোকানপাট বন্ধ করে দেওয়া হয় এবং লোকজন ছুটাছুটি করতে থাকে।

দেশটির পুলিশের মুখপাত্র কর্নেল মাওয়ানা পুটু জানান, তাদের হাতে বন্দুকসহ ভারী অস্ত্রশস্ত্র ছিল। তারা টিভি কেন্দ্রের কর্মীদের জিম্মি করেছেন বলেও দাবি করেন তিনি।

(দ্য রিপোর্ট/এআইএম/ এমডি/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর