thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

পটুয়াখালীতে স্কুলের শিক্ষিকাসহ নিহত ৩

২০১৩ ডিসেম্বর ৩০ ১৭:১৩:২৩
পটুয়াখালীতে স্কুলের শিক্ষিকাসহ নিহত ৩

পটুয়াখালী সংবাদদাতা : জেলা বিএনপি কৃষক দল নেতা এসএম রব হাওলাদারের পরিবারের বিরুদ্ধে তার পুত্রবধু রেজোয়ানা জাকির বিথিকে (২৫) হত্যার অভিযোগ উঠেছে। একই দিনে সদর উপজেলার খলিশাখালিতে সোনাই বিবি নামের অপর এক বিধবা বৃদ্ধা খুন হয়েছেন। এ ছাড়া সোমবার সকালে বাউফল উপজেলার কালাইয়া বাজারে শারমিন আক্তার দোলা (২২) নামের আরও এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শারমিনের স্বামীকে গ্রেফতার করেছে।

তবে স্কুলের শিক্ষিকা বিথির ঘটনা হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহতের ফুফাতো ভাই নাসির উদ্দিন বলেন, বিথিকে হত্যা করা হয়েছে। তার শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করে সদর হাসপাতালের করিডোরে ফেলে রেখে যায়।

তিনি আরও বলেন, সোমবার খুব সকালে বিথি আত্মহত্যা করেছে এই মর্মে একটি চিরকুটের ফটোকপি দেখায় বিথির শ্বশুর বাড়ির লোকজন। যা সম্ভব নয়। তারা পরিকল্পিতভাবে পূর্বেই এই কপি সংরক্ষণ করেছিল। বিথির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি জানান, বিথির স্বামী জীবন পটুয়াখালীতেই আত্মগোপন করে আছেন। ঘটনা ঘটিয়ে সে গাঁ ঢাকা দেয়।

এলাকাবাসী জানায়, বিথির স্বামী জীবন হাওলাদার একাধিক মামলার পলাতক আসামি। তারা আরও বলেন, বিথির শ্বশুর বাড়ির লোকজন সবাই নেশাগ্রস্ত। তাই অনাকাঙ্খিত ঘটনা হওয়া স্বাভাবিক।

বিথির শ্বশুর বাড়ির লোকজন দাবি করেন, রবিবার রাতে বিথি তার শ্বশুরের (রব) দ্বিতীয় স্ত্রীর বাসায় ছিল। পারিবারিক কলহের কারণে বিথি ওই রাতে খাবার না খেয়েই ঘুমের ঔষধ খেয়ে আত্মহত্যা করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনসার উদ্দিন বলেন, পুলিশ সদর হাসপাতাল থেকে বিথির লাশ উদ্ধার করেছে। আমি ঘটনাস্থলে গিয়েছি। বিথির শ্বশুর বাড়ির লোকজন ঘটনাটি আত্মহত্যা বলে দাবি করেছেন।

তিনি আরও জানান, পোস্টমর্টেম রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে বলা যায় এটি আত্মহত্যা নয়। প্রথমে একটি অপমৃত্যু মামলা হবে।

এদিকে, সদর উপজেলার খলিশাখালি থেকে সোমবার সকালে পুলিশ সোনাই বিবি নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাটিয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, রবিবার দিবাগত রাতে ডাকাতি করতে এসে সোনাই বিবির শরীরে স্বর্ণালঙ্কার দেখে তাকে কুপিয়ে হত্যা করে। পরে ডাকাতরা তার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

অপরদিকে, জেলার বাউফল উপজেলার কালাইয়া বন্দর এলাকার সুন্দরী সিনেমা হলের পেছনে একটি ভাড়াবাসা থেকে শারমিন আক্তার দোলা নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দোলাকে পারিবারিক কলহের জের ধরে গলা টিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দোলার স্বামী মহিবুল মাস্টারকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এ প্রসঙ্গে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। সোনাই বিবির ঘটনাটি হত্যা। তবে কে বা কার এটি করেছে তা এখনও স্পষ্ট নয়। শীঘ্রই দোষীদের আইনের আওতায় আনা হবে। (দ্য রিপোর্ট/বিডি/এমএআর/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর