thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

দেশ সেরা মাদ্রাসা তানযীমুল উম্মাহ

২০১৩ ডিসেম্বর ৩০ ১৭:১৯:১১
দেশ সেরা মাদ্রাসা তানযীমুল উম্মাহ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ঢাকার ক্যান্টনমেন্টের তানযীমুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা সারাদেশের সেরা ২০ মাদ্রাসার শীর্ষে অবস্থান করছে। এ প্রতিষ্ঠানের অর্জিত পয়েন্ট ৫৯ দশমিক ৭৮৮৫। এ মাদ্রাসা থেকে ১৩৯ জন জিপিএ-৫ পেয়েছেন।

এবার দ্বিতীয় অবস্থানে রয়েছে গতবারের সেরা ডেমরা থানার দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা। এ মাদ্রাসার প্রাপ্ত পয়েন্ট ৫৭ দশমিক ৫৭৯৫। শতভাগ পাস করা এ মাদ্রাসা থেকে ১৩৩ জন জিপিএ-৫ পেয়েছেন।

তৃতীয় অবস্থানে থাকা গাজীপুর টঙ্গীর তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার পয়েন্ট ৫৭ দশমিক ২৩৩১। এ প্রতিষ্ঠানে জিপিএ-৫ পেয়েছেন ১২৮ জন।

ডিআরভুক্ত ছাত্র-ছাত্রী সংখ্যা, জিপিএ-৫ প্রাপ্তি, পাশের হার ও অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের হারের ভিত্তিতে দেশ সেরা ২০ প্রতিষ্ঠান নির্ধারণ করা হয়। রবিবার প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এরপর পর‌্যায়ক্রমে সেরা ২০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ডেমরার তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, রাজশাহী বোয়ালিয়ার আল মারকাযুল ইসলামী আস-সালাফী দাখিল মাদ্রাসা, ঢাকার লালবাগের হাফেজ আব্দুর রাজ্জাক জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, নোয়াখালী বেগমগঞ্জের মিরওয়ারিশপুর সিনিয়র মাদ্রাসা, ফেনী সদরের আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা, ঢাকা ডেমরার তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মহিলা শাখা, পাবনা সদরের পাবনা ইসলামিয়া আলিম মাদ্রাসা, নোয়াখালী সেনবাগের ছাতারপাইয়া ইসলামিয়া কারামাতিয়া দাখিল মাদ্রাসা, কুমিল্লার ফয়েজগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা, চট্টগ্র্রাম পাঁচলাইশের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, মিরপুরের মুহাম্মদবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা, লক্ষ্মীপুর সদরের টুমচর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ঢাকার ক্যান্টনমেন্টের তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসা, তেজগাঁওয়ের মদীনাতুল উলুম মডেল ইন. মহিলা কামিল মাদ্রাসা, রংপুর সদরের ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদ্রাসা, ঢাকার মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়ব্যিয়া কামিল মাদ্রাসা এবং যশোর ঝিকরগাছার গাজীর দরগাহ ফরজাবাদ ফাজিল মাদ্রাসা।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর