thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘যুক্তরাষ্ট্রে কূটনীতিকদের গৃহকর্মী নির্যাতন বড় সমস্যা’

২০১৩ ডিসেম্বর ৩০ ১৭:২১:৪৯
‘যুক্তরাষ্ট্রে কূটনীতিকদের গৃহকর্মী নির্যাতন বড় সমস্যা’

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিকদের গৃহকর্মী নিপীড়ন একটি বড় সমস্যা বলে অভিযোগ করেছেন মানবপাচার বিরোধী আইনজীবী ডানা সাসম্যান।

তার দাবি, কূটনৈতিক মিশনগুলোতে মানবপাচারের শিকার গৃহকর্মীদের ওপর নির্যাতন ও অল্প বেতনে কাজ করতে বাধ্য করা একটি সাধারণ ঘটনা হয়ে দাড়িয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

ভারতীয় কূটনীতিক দেবযানির মামলায় গৃহকর্মীর পক্ষের এই আইনজীবী বলেন, বিদ্যমান আইনে অনেক ফাঁক-ফোঁকর থাকায় বেশিরভাগ আসামিই খালাস হয়ে যায়।

তিনি বলেন, ‘গত ১০ বছরে কমপক্ষে ২০টি মামলা পাওয়া গেছে যেখানে গৃহকর্মীরা তাদের গৃহকর্তা কূটনীতিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।’

এ সব অভিযোগে বলা হয়, বেশিরভাগ কুটনীতিকরাই গৃহকর্মীদের অন্য দেশ থেকে আনার পর তাদের ওপর নিপীড়ন চালান। তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা কাজ করতে বাধ্য করেন ও অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখেন। এ ছাড়াও কুটনীতিকরা গৃহকর্মীদের যথাযথ বেতন প্রদান করেন না বলেও অভিযোগ রয়েছে।

সাসম্যান বলেন, ‘জাতিসংঘে বিভিন্ন দেশের কূটনীতিক মিশন, কনস্যুলার কর্মকর্তা ও সকল স্তরের কূটনীতিকের ক্ষেত্রে আমরা গৃহকর্মী নির্যাতনের ঘটনা দেখতে পাচ্ছি।’

এর আগে, ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়েকে তার গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, তিনি ভিসা জালিয়াতির মাধ্যমে ওই গৃহকর্মীকে যুক্তরাষ্ট্রে এনে তাকে কম মজুরি দিচ্ছেন।

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর