thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মোহামেডানের পর্তুগিজ কোচ ঢাকায় আসবেন মঙ্গলবার

২০১৩ ডিসেম্বর ৩০ ১৭:৫৩:২২
মোহামেডানের পর্তুগিজ কোচ ঢাকায় আসবেন মঙ্গলবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : মঙ্গলবার ঢাকায় আসবেন মোহামেডানের পর্তুগিজ কোচ রুই ক্যাপেলো। সোমবার এমনটাই জানিয়েছেন ক্লাবের ডিরেক্টর ইন চার্জ (প্রশাসন) লোকমান হোসেন ভুঁইয়া।

যদিও কোচের সঙ্গে চুক্তির বিষয়ে এখনই কিছু বলতে চাননি ডিরেক্টর ইন চার্জ। বলেছেন, ‘কোচ আসলে সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে।’

মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপে দলের দায়িত্ব ছিল জুয়েল রানার হাতে। ওই আসরে কোয়ার্টার ফাইনালের গন্ডি পেরুতে পারেনি সাদা-কালো শিবির। তাই কোচিংয়ের উপর জোর দিয়েছে ক্লাবটি। রুই ক্যাপোলো উয়েফা প্রোলাইসেন্সধারী কোচ। তিনি পর্তুগাল ও সর্বশেষ পেরুর প্রিমিয়ার লিগের এক ক্লাবে কোচিং করিয়েছেন। ক্লাব সূত্রে জানা গেছে, ক্যাপেলোর সঙ্গে সহকারী কোচ হিসেবে থাকবেন জুয়েল রানা ও আলফাজ আহমেদ।

মোহামেডানের সর্বশেষ বিদেশি কোচ ছিলেন এমেকা ইউজিগো। কিন্তু ২০১০ মৌসুমে তিনি বেতন-ভাতা নিয়ে ক্লাবের সঙ্গে বনিবনা না হওয়ায় দায়িত্ব থেকে সরে যান তিনি।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর