thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

খালেদা জিয়ার বাড়ির দিকে গণমাধ্যমের চোখ

২০১৩ ডিসেম্বর ৩০ ১৮:৫০:০০
খালেদা জিয়ার বাড়ির দিকে গণমাধ্যমের চোখ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে বাধা দেওয়ার কারণে নিজ বাড়ি থেকে বের হতে পারছেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ কারণে দেশ-বিদেশের গণমাধ্যমের চোখ এখন চেয়ারপারসনের গুলশানের বাসার দিকে।

মার্চ ফর ডেমোক্রেসিতে অংশ নিতে প্রথম দিন রবিবার বিএনপি নেত্রী খালেদা জিয়া তার গুলশানের বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে বাধা দেয়। ওইদিন তিনি গণতন্ত্রের অভিযাত্রায় অংশ নিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আসতে চেয়েছিলেন। এ সময় সেখানে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি বিদেশি গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সোমবারও দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমকে বিরোধীদলীয় নেত্রীর বাসার দিকে সতর্ক চোখ রাখতে দেখা যায়। এদিন দিনভর খালেদা জিয়ার গুলশানের বাসার আশেপাশে দেশীয় গণমাধ্যমের পাশাপাশি রয়টার্স, এপি, এএফপি, সিএনএন, আল জাজিরা, বিবিসি, প্রতিবেশী ভারতের আনন্দ টিভি, কলকাতা টিভির রিপোর্টারদের সংবাদ সংগ্রহে দেখা যায়।

(দ্য রিপোর্ট/টিএস/এসবি/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

মার্চ ফর ডেমোক্রেসি এর সর্বশেষ খবর

মার্চ ফর ডেমোক্রেসি - এর সব খবর