thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ

২০১৩ ডিসেম্বর ৩০ ১৯:২৭:২৯
জাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রতিবাদ

জাবি প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে যোগদান করতে না দেওয়ার প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড়শ’ জাতীয়তাবাদী শিক্ষকের স্বাক্ষরিত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী পুলিশ বাহিনী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি ফোরামের ঢাকামুখী অভিযাত্রা সিএন্ডবির মোড় থেকে ফিরে আসতে বাধ্য করেছে।

বিজ্ঞপ্তিতে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বাধা ও গণতন্ত্রকামী মানুষের উপর হামলার প্রতিবাদ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করে দশম জাতীয় সংসদ নির্বাচনের পথ উন্মুক্ত করারও আহ্বান জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এসবি/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর