thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

খালেদা জিয়ার বক্তব্যে ফুঁসে ওঠেছে গোপালগঞ্জ

২০১৩ ডিসেম্বর ৩০ ১৯:২৮:৩৬
খালেদা জিয়ার বক্তব্যে ফুঁসে ওঠেছে গোপালগঞ্জ

গোপালগঞ্জ সংবাদদাতা : গোপালগঞ্জ সম্পর্কে খালেদা জিয়ার কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ফুঁসে ওঠেছে গোপালগঞ্জবাসী। আগুন দিয়ে পোড়ানো হয়েছে খালেদা জিয়ার কুশপুত্তলিকা। অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সমাবেশ থেকে খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জের মানুষের কাছে ক্ষমা চাইতে বলা হয়। অন্যথায় বিএনপিপন্থীদের অবাঞ্ছিত করার ঘোষণা দেওয়া হয়।

সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলে জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মিছিলে খালেদা জিয়ার একাধিক কুশপুত্তলিকা বহন করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সরকারি বঙ্গবন্ধু কলেজের সামনের সড়কে খালেদা জিয়ার কয়েকটি কুশপুত্তলিকা দাহ করা হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক চৌধুরী, সহ-সভাপতি সিকদার নুর মোহাম্মদ দুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম হাসান কবির সানু, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আকরামুজ্জামান আক্রাম, জেলা যুবলীগ সভাপতি জিএম সিহাবউদ্দিন আজম, সাধারণ সম্পাদক এমবি সাইফ, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম মুন্না প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা খালেদা জিয়াকে হুশিয়ার করে বলেন, গোপালগঞ্জের জনতা যদি চায়, আপনি দুইদিনও বাংলাদেশে থাকতে পারবেন না।

এদিকে মুকসুদপুর চৌরঙ্গী, কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বর, কোটালীপাড়ার পশ্চিমপাড় ও টুঙ্গিপাড়ায় পাটগাতী মোড়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশের খবর পাওয়া গেছে।

(দ্য রিপোর্ট/এসবিএম/এপি/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর