thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

হাজীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

২০১৩ ডিসেম্বর ৩০ ২০:৪৫:৩৯
হাজীগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ ৮

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় পুলিশ-বিএনপি সংঘর্ষে ৮ বিএনপি নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ২২ নেতাকর্মী।

সোমবার বিকেলে পৌর এলাকায় টোরাগড় ও আলীগঞ্জ নামক স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

গুলিবিদ্ধরা হলেন- টোরাগড় তালুকদার বাড়ির শাহাদাত (২৫), একই গ্রামের সুকুর আলম (৩০), শাহআলম (২৬), আকতার হোসেন (২৮) ও শিশু রাব্বি (১২)। বাকীদের নাম জানা যায়নি।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজা দ্য রিপোর্টকে জানান, সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের উপর গাছের গুড়ি ও বিদ্যুতের খুটি ফেলে সড়ক অবরোধ করে বিএনপি-জামায়াতকর্মীরা।

তিনি জানান, এ সময় সড়ক থেকে অবরোধকারীদের সরে যেতে বললে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরণ ঘটায় ও সড়কে আগুন জ্বালিয়ে দেয়। এ সময় অবরোধকারীরা ধাওয়া করলে তারা চাঁদপুর পল্লীবিদ্যুৎ অফিসে গিয়ে আশ্রয় নেন। এখানেও অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শতাধিক রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট ও গুলিবর্ষণ করে। এতে অবরোধকারীদের কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান হোসনা আফরোজা।

তিনি জানান, অবরোধকারীরা এখনো উক্ত সড়ক অবরোধ করে রেখেছে। কুমিল্লা থেকে র‌্যাব আসার পর আবারো এ্যাকশানে যাওয়া হবে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, টিয়ারশেল ও গুলিবর্ষণ করা হয়। এ সময় পুলিশের এসআই দেলোয়ার হোসেন ও মনজুরুল আলম আহত হয়েছেন।

স্থানীয় যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম জানান, পুলিশের গুলিতে তাদের ৮ কর্মীসহ ৩০ জন আহত হয়েছেন। তিনি জানান, পুলিশ হামলা চালালে তাদের কর্মীরাও পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে।

(দ্য রিপোর্ট/এএম/এসবি/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর