thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নিরাপত্তা পেলে বুধবার থেকে ফুটবল

২০১৩ ডিসেম্বর ৩০ ২০:৫১:০০
নিরাপত্তা পেলে বুধবার থেকে ফুটবল

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিরাপত্তা নিশ্চিত হলে বুধবার থেকে ফের শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সঙ্গে শুরু হবে দ্বিতীয় বিভাগ লিগও; একই দিনে। সোমবার এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

১৮ দলীয় জোটের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’র ফাঁদে পড়েছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর প্রিমিয়ার লিগ। শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব-চট্টগ্রাম আবাহনীর ম্যাচ শেষে নিরপাত্তার অভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে লিগের খেলা। একই কারণে বন্ধ হয়েছে কমলাপুর স্টেডিয়ামের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগও।

বাফুফের সাধারণ সম্পাদক জানিয়েছিলেন, ম্যাচের নিরাপত্তার জন্য পুলিশ চেয়ে পাননি তারা। অবশ্য তিনি আশার বাণী শুনিয়েছেন। বলেছেন, ‘নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের নিয়মিত কথা হচ্ছে।তারা মঙ্গলবার পর্যন্ত সময় চেয়েছেন। তাদের কাছ থেকে সবুজ সংকেত পেলে বুধবার থেকেই শুরু হবে প্রিমিয়ার লিগ। কমলাপুরে দ্বিতীয় বিভাগ লিগও শুরু হবে একইদিনে।’

এমন পরিস্থিতিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ও কমলাপুরে ফুটবল ম্যাচ বন্ধ থাকলেও মিরপুরে বিজয় দিবস টোয়েন্টি২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এবং সেখানে থাকছে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশও। এ ক্ষেত্রে বাফুফের ওপর বিমাতাসূলভ আচরণের কেউ প্রশ্ন তুললে; তুলতেও পারেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/এএস/সিজি/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর