thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ক্যালিসকে সিরিজ উপহার স্মিথদের

২০১৩ ডিসেম্বর ৩০ ২১:০৯:৫৮
ক্যালিসকে সিরিজ উপহার স্মিথদের

দ্য রিপোর্ট ডেস্ক : হয়তো আবারও ডারবানে আসবেন টেস্টকে বিদায় জানানো জ্যাক ক্যালিস। নামবেন সবুজ ঘাসের স্টেডিয়ামেও। কিন্তু ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট স্মরণীয় হয়ে থাকবে ক্যালিসের কাছে; সারাজীবন। বিদায়ী টেস্টে সেঞ্চুরি করেছেন। আর তেমন টেস্টে ভারতকে ১০ উইকেটে উড়িয়ে দেয়ার গল্প। সঙ্গে ১-০ তে সিরিজ জয়; আহ্ কি দারুণ স্মৃতিময় টেস্ট!

ক্যারিয়ারে ১৬৬ টেস্ট খেলা ক্যালিস ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে অবসরের ঘোষণা দিয়েছেন। তার বিদায়কে স্মরণীয় করে রাখতে ম্যাচ চলাকালে তাকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন প্রতিপক্ষের ক্রিকেটাররা। সফরকারীরা শ্রদ্ধা জানানোর পর ব্যাট হাতে ১১৫ রান করে ক্যারিয়ারে ৪৫তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেছেন। তাতেই পেছনে ফেলেছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়কে। আর পালকে লেগেছে টেস্টে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রহকারীর অভিধায়।

ক্যালিসময় টেস্টে আক্ষেপ থাকবে আজিঙ্ক্য রাহানের। দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে ফিল্যান্ডের বলে বোল্ড হয়েছেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে বড় স্কোর (২২৩) গড়তে পারেনি ভারত। এজন্য প্রতিপক্ষকে আহামরি টার্গেট দিতে পারেনি তারা।

জয়ের জন্য ৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই বিজয় বন্দর খুঁজে পেয়েছে দক্ষিণ আফ্রিকা। হার না মান ৩১ রান করেছেন আলভিরো পিটারসেন। আর অপরাজিত ২৭ রান করেছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। বিজয়ে বর্ণিল আলোকছটায় ক্যালিসের বিদায়ী সংবর্ধনা উদযাপন করেছেন সতীর্থরা। আবেগের ম্যাচে ক্যালিসের চোখের কোনে অশ্রু থাকলেও সিরিজ জয়ের আনন্দে তা বনে গেছে আনন্দাশ্রুতে।

এই সিরিজ ঘিরে ভারতের বড় স্বপ্ন মিলে গেছে অন্ধকারে। টেস্টে নাম্বার ওয়ান; কিংবা দক্ষিণ আফ্রিকায় প্রথম কোনো সিরিজ জয়; কোনটাই ছুঁয়ে দেখা হলো না ধোনিদের। বরং হতাশার সমুদ্রে খাবি খেয়েছে ‘ব্যাটিংসমৃদ্ধ’ ভারত।

সংক্ষিপ্ত স্কোর

ভারত : ৩৩৪ ও ২২৩

দক্ষিণ আফ্রিকা : ৫০০ ও ৫৯/০

ফল : দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী

ম্যাচ সেরা: ডেইল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)

ম্যাচ সিরিজ: এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)

(দ্য রিপোর্ট/সিজি/এএস/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর