thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের আটক ৬০

২০১৩ ডিসেম্বর ৩০ ২১:৫৭:০০
চট্টগ্রামে বিএনপি-জামায়াতের আটক ৬০

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম মহানগর এবং জেলার বিভিন্ন স্থানে রবিবার রাতভর অভিযান চালিয়ে সীতাকুণ্ড পৌরসভার কাউন্সিলরসহ ৬০ জনকে আটক করেছে পুলিশ।

তাদের মধ্যে ৫১ জন বিএনপি ও জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান, রাতভর অভিযানে সাতকানিয়া থানায় ১৪ জন, লোহাগাড়া থানায় চারজন, বাঁশখালী থানায় ২২ জন এবং সীতাকুণ্ডে ১১ জনকে আটক করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও নয়জনকে আটক করা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানান, সাতকানিয়ার ঢেমশা ও চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ কর্মীকে আটক করা হয়েছে।

লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, লোহাগাড়ার বড় হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন সহিংসতা মামলার আসামি জামায়াত-শিবিরের চারজনকে আটক করা হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান উপজেলার বাড়বকুণ্ড, বড় দারোগাহাট ও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাতজন এবং বিএনপির চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সীতাকুণ্ড পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জামায়াতের দলীয় কাউন্সিলর জামশেদ আলমও আছেন।

(দ্য রিপোর্ট/কেএইচ/এমএআর/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর