thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মমতাকে পাকিস্তানে আমন্ত্রণ

২০১৩ ডিসেম্বর ৩০ ২৩:১১:১৮
মমতাকে পাকিস্তানে আমন্ত্রণ

কলকাতা প্রতিনিধি : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানালেন ভারতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনার সালমান বশির। মমতার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কার্যালয়ে সোমবার দুপুরে এক বৈঠকে বশির এ আমন্ত্রণ জানান। পাকিস্তান হাই কমিশনারের সঙ্গে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক কার্যালয় ‘নবান্ন’তে আসেন। এ সময় মমতার সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন বশির।

বৈঠক শেষে বশির সাংবাদিকদের বলেন, ‘এটা কোনো রাজনৈতিক সাক্ষাৎ নয়। শুধু সৌজন্যমূলক সাক্ষাৎ করতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসা।’ পরে ফেসবুকে এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘সময়মতো পাকিস্তানে যাওয়ার জন্য এ দিন মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন সালমান বশির।’ (দ্য রিপোর্ট/এসএম/এসকে/ডিসেম্বর ৩০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর