thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মহাশূন্যে ‘সেলফি’!

২০১৩ ডিসেম্বর ৩১ ০৪:৪৫:১৮
মহাশূন্যে ‘সেলফি’!

দ্য রিপোর্ট ডেস্ক : এবার মহাশূন্যে ‘সেলফি’ তুললেন নাসার এক মহাকাশচারী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রিপেয়ার কাজ করার সময় ২৪ ডিসেম্বর পৃথিবীকে পেছনে রেখে এই ‘সেলফি’ (ক্যামেরার সাহায্যে নিজেই নিজের ছবি তোলা) তুলেন যুক্তরাষ্টের মহাকাশচারী মাইক হফকিন্স (৪৫)। খবর রয়টার্স।

ছবিটি ডিসেম্বরের ২৪ তারিখে তোলা হলেও যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা এটি প্রকাশ করে ২৭ ডিসেম্বর।

পেছনের পৃথিবীর দারুণ নীল ছবি, আর হেলমেটে সঙ্গী রিক মাস্ত্রাসিওর প্রতিবিম্ব। ছবি তোলার পরদিন এই টুইটার বার্তায় হফকিন্স লেখেন, ‘দারুণ… আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমি। এই অভিজ্ঞতা বর্ণনা করার ভাষা আমার নেই। অবিশ্বাস্য।’

(দ্য রিপোর্ট/জেএম/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর