thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাণিজ্যিক ড্রোনের পরীক্ষা চালাবে যুক্তরাষ্ট্র

২০১৩ ডিসেম্বর ৩১ ০৫:২৮:৫৮
বাণিজ্যিক ড্রোনের পরীক্ষা চালাবে যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক : বাণিজ্যিক ভিত্তিতে ড্রোন চালুর লক্ষে ছয়টি রাজ্যে পরীক্ষা চালাবে যুক্তরাষ্ট্র। আলাস্কা, নেভাদা, নিউইয়র্ক, নর্থ ডেকোটা, টেক্সাস ও ভার্জিনিয়ায় এই পরীক্ষা চালাবে বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্টেশন (এফএএ)। খবর বিবিসির।

২০১৫ সালের মধ্যে বাণিজ্যিক ভিত্তিতে ড্রোন চালুর লক্ষেই এই পরীক্ষা চালানো হবে বলে এফএএ’র পক্ষ থেকে জানানো হয়েছে।

এখন পর্যন্ত শুধুমাত্র সামরিক কাজেই ড্রোন ব্যবহার করা হচ্ছে। কিন্তু বিভিন্ন রিয়েল এস্টেট ফার্ম ও সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ড্রোন ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।

এফএএ’র প্রধান মাইকেল হুয়ের্টা জানান, যুক্তরাষ্ট্রের আকাশে ড্রোনের বাণিজ্যিক ব্যবহারের অনুমতির আগে নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে খুটিয়ে দেখা হচ্ছে।

বাণিজ্যিক অনুমতি দেওয়া হলে কৃষি ও আইনশৃঙ্খলা রক্ষায় ড্রোন বেশী ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে। একটি হেলিকপ্টারের পেছনে যেখানে পুলিশকে ঘণ্টায় শত শত ডলার খরচ করতে হয়, সেখানে ঘণ্টায় মাত্র ২৫ ডলারেই ড্রোন ব্যবহার করা যাবে।

অনুমতি মিললে পাঁচ বছরের মধ্যে সাড়ে ৭ হাজার ড্রোনের অনুমতি দেওয়া হতে পারে বলে এফএএ কর্তৃপক্ষ জানায়।

(দ্য রিপোর্ট/জেএম/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর