thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ মে 24, ৩০ বৈশাখ ১৪৩১,  ৫ জিলকদ  1445

‘দেবযানীর মামলা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র’

২০১৩ ডিসেম্বর ৩১ ১০:১৫:৫৬
‘দেবযানীর মামলা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র’

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়ের ভিসা জালিয়াতি মামলা প্রত্যাহার করবে না যুক্তরাষ্ট্র। ‍ওই মামলা আইনি প্রক্রিয়াতেই সম্পন্ন হবে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে।

একটি সূত্রে জানা গেছে, সব প্রমাণ সংগ্রহ করার পরই দেবযানীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

ওই সূত্র আরো জানিয়েছে, দেবযানী ইস্যুতে ভারতের কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না বলে মনে করেছে যুক্তরাষ্ট্র।

দেবযানীকে হেনস্তার পর ভারত মামলা প্রত্যাহার ও তার প্রতি করা আচরণের জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাওয়ার দাবি জানায়।

ভিসা আবেদনে ভুল তথ্য দেওয়ার অভিযোগে ১২ ডিসেম্বর নিউইয়র্কে গ্রেফতার করা হয়েছিল দেবযানীকে। গ্রেফতারের পর বিবস্ত্র করে তার দেহে তল্লাশি চালানো হয়। পরে আড়াই লাখ মার্কিন ডলার বন্ডের বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয়। জামিন পাওয়ার পর দেবযানীকে ভারতের জাতিসংঘ মিশনে বদলি করা হয়েছে।

তবে সূত্র জানিয়েছে, দেবযানীর মামলার সব কিছুই আইনি প্রক্রিয়ায় করা হয়েছে। কোনো অসাধু অভিপ্রায় নিয়ে তাকে হয়রানি করা হয়নি।

ওই সূত্র আরো জানিয়েছে, দেবযানী যত দিন জাতিসংঘের আশ্রয়ে আছেন, ততদিন তাকে আদালতে হাজির করা যাবে না। এমনকি তাকে বিচারের মুখোমুখিও হতে হবে না। এই মামলায় তখন ‘স্থগিতাদেশ’ দেওয়া হবে। তবে মামলা কখনই প্রত্যাহার করা হবে না বলে ওই সূত্র জানিয়েছে। (সূত্র : এনডিটিভি)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/শাহ/ ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর