thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

কুমারিত্ব নিয়ে প্রশ্ন তোলায় স্বামীকে দোররা

২০১৩ ডিসেম্বর ৩১ ১২:৩৯:২৯
কুমারিত্ব নিয়ে প্রশ্ন তোলায় স্বামীকে দোররা

দ্য রিপোর্ট ডেস্ক : বিয়ের পর স্ত্রীর কুমারিত্ব নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে স্বামীকে ২০টি দোররা মারার নির্দেশ দিয়েছেন সৌদি আরবের মক্কার একটি আদলত।

দেশটির একটি অনলাইন সংবাদমাধমের ওয়েবসাইটে জানানো হয়, মক্কার ওই ইয়েমেনি পুরুষ বিয়ের পর তার স্ত্রী কুমারী নয় বলে অভিযোগ করেন। কিন্তু তিনি তার এ অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে না পারায় আদালত স্ত্রীর সম্মানহানীর দায়ে তাকে প্রকাশ্যে ২০টি দোররা মারার নির্দেশ দেন। সোমবার আল শার্ক নামের অনলাইন সংবাদমাধ্যমে এই খবরটি প্রকাশিত হয়।

ওয়েবসাইটটিতে আরো বলা হয়, ওই ইয়েমেনি নববধূর পিতা ও প্রতিবেশীদের সামনে তার কুমারিত্ব নিয়ে মিথ্যাচার করেন। তিনি দাবি করেন, তার সঙ্গে বিয়ে হওয়ার আগেও ওই নারীর আরেকটি বিয়ে হয়েছিল এবং তার বিবাহবিচ্ছেদ ঘটেছিল।

তিনি অভিযোগ করেন, বিবাহ চুক্তিতে তার স্ত্রী বিয়ের সময় নিজেকে কুমারী বলে দাবি করেছিল।

স্বামীর এ সব বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্ত্রী আদালতের কাছে স্বামীর বিরুদ্ধে তার সম্মানহানী ও খ্যাতি নষ্ট করার অভিযোগ আনেন। কিন্তু স্বামী তার বক্তব্যের পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থিত করতে না পারায় আদালত ওই শাস্তি দেয়।

প্রসঙ্গত আরব বিশ্বের বেশিরভাগ পুরুষই রক্ষণশীল এবং তারা আশা করে বিয়ের সময় সে তার স্ত্রীকে কুমারী হিসেবেই পাবে।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/শাহ/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর