thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১,  ১৩ রবিউল আউয়াল 1446

বাংলাদেশে সহিংসতা গ্রহণযোগ্য নয় : যুক্তরাষ্ট্র

২০১৩ ডিসেম্বর ৩১ ১২:২৯:০৭
বাংলাদেশে সহিংসতা গ্রহণযোগ্য নয় : যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে আর কোনো সহিংসতা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তাসংস্থা পিটিআই-এ প্রকাশিত একটি সংবাদে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র ম্যারি হার্ফ সোমবার সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রধান দলগুলোর সংলাপে বসা এখন সবচেয়ে জরুরি।

তিনি আরো বলেন, ‘বিভিন্ন কারণেই সহিংসতা গ্রহণযোগ্য নয়। সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি। তাই যত দ্রুত সম্ভব এটা বন্ধ করা উচিত।’

অবস্থার শিগগিরই অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

ম্যারি হার্ফ আরো বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে প্রস্তুত। বিশেষ করে পরবর্তীতে নির্বাচনের জন্য সহায়ক পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে।’

তবে, প্রধান দলগুলো এখন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো উপায় খুঁজে না পাওয়ায় যুক্তরাষ্ট্র হতাশ হয়েছে বলে জানিয়েছেন তিনি। (সূত্র: পিটিআই)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/ ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর