thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

এটাই বিদায়ের সঠিক সময় : ক্যালিস

২০১৩ ডিসেম্বর ৩১ ১৪:৩৬:০৬
এটাই বিদায়ের সঠিক সময় : ক্যালিস

দ্য রিপোর্ট ডেস্ক : শচিন টেন্ডুলকারের বিদায়ী টেস্টের কথা নিশ্চই মনে থাকার কথা। ২০০তম টেস্ট খেলতে নামার কয়েক সপ্তাহ আগে থেকেই বিশ্ব মিডিয়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলেন লিটল মাস্টার। তার বিদায়কে উপলক্ষ করে কতো আয়োজন হয়েছে নানান মহলে। বিদায়ের দিনে মহাতারকাকে বিদায় জানিয়েছে লাখ লাখ ভক্ত। বিদায়ের পর কয়েক সপ্তাহ মিডয়াগুলোতে হয়েছে শচিনকে নিয়ে দারুন মাতামাতি।

ক্রিকেট তারকাদের পাশাপাশি অন্য জগতের তারকাদের মুখে ছিলো শুধুই শচিন। এই মহাতারকার বিদায়ের রেশ কাটতে না কাটতেই অবারো বিদায়ের সুর বেজ উঠলো বিশ্ব ক্রিকেটে। এবারের নাম জ্যাক ক্যালিস। তবে অনেকটা নিরবেই টেস্টকে বিদায় জানিয়েছেন তিনি।

প্রথম ৫জন সেরা অলরাউন্ডারের কথা বলতে গেলে প্রথমেই মনে আসবে জ্যাক ক্যালিসের নাম। মাঠে ব্যাট-বলে সমানতালে লড়াই করে প্রতিপক্ষকে ঘায়েল করা এই অলরাউন্ডারের বিদায়ের করুণ সুর বেজেছে বিশ্ব ক্রিকেটে। অনেকটাই নিরবে।

বিদায়ী টেস্টে করেছেন সেঞ্চুরি। তবে হয়নি তেমন মাতামাতি। যেমনটা হয়েছে শচিনের বেলায়। শেষ টেস্টে ক্যালিসের মতো সেঞ্চুরি না পেলেও তার করা ৭৪ রানের ঝলমলে ইনিংসটি নিয়ে হয়েছে কতো হিসাব নিকাশ। অনেক বোদ্ধাই বলেছেন এটি টেস্ট ক্রিকেটে শচিনের সেরা ইনিংস। অপরদিকে শেষ টেস্টে ক্যালিসের করা ১১৫ রানের ইনংসটি রয়েছে অনেকেরই চোখের আড়ালে।

টেস্টে ব্যাটিং করতে নামার আগে পুরো স্টেডিয়াম সম্মান জানিয়েছে সেরা এই অলরাউন্ডারকে। সম্মান জানানোর এই মিছিলে ধোনির দল তাকে গার্ড অব অনার প্রদান করার মাধ্যমে বাড়তি মাএা যোগ করেছে।

ক্যালিস শেষ টেস্ট খেলে ফেললেও ওয়ানডে খেলে যেতে চেয়েছেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। ২০১৫ সালের বিশ্বকাপ খেলার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

তবে সব ছাপিয়ে বিদায় বেলায় রাজকীয়ভাবে জয় নিয়েই মাঠ ছেড়ছেন তিনি। ১০ উইকেটে জয় পেয়েছে তার দল। জয়ের দিনে নিজের পারফর্মেন্স নিয়ে সন্তুষ্ট ক্যালিস। আর টেস্টকে বিদায় জানানোর জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময় বলে তিনি মনে করেন। ভারতের সঙ্গে ম্যাচ শেষে সাংবাদিকদের সামনে এমনটা জানিয়েছেন তিনি।

ক্যালিস বলেছেন, ‘১৮ বছরের ক্রিকেট ক্যারিয়ার উপভোগ করেছি। ক্যারিয়ারের ইতি টানার ব্যাপারে দলের সতীর্থদের সঙ্গে আলোচনা করেছি। তবে ক্রিকেটকে বিদায় বলার জন্য আমার ওপর কেউ প্রভাব বিস্তার করেনি। বিদায় বলার সিদ্ধান্ত একান্ত আমার নিজের।’

শচিন টেন্ডুলকারের প্রশংসা করেছেন তিনি। শচিনের রেকর্ড ভাঙ্গা অত্যন্ত কঠিন কাজ হবে বলে মনে করেন তিনি। ক্যালিস বলেছেন, ‘আমি খেলার সময় রেকর্ড নিয়ে মাথা ঘামাই না। আমি আমার সাধারণ খেলাটাই খেলি। তবে আমি যখন টেস্টে ১০,০০০ রান সংগ্রহ করি তখন খুব ভালো লেগেছিলো।’

টেস্টে তৃতীয় সার্বোচ্চ রানের মালিক ক্যালিস। ১৬৬ ম্যাচে ৪৫টি সেঞ্চুরিতে ১৩,২৮৯ রান করেছেন তিনি। তার আগে আছেন শচিন টেন্ডুলকার (১৫,৯২১), রিকি পন্টিং (১৩,৩৭৮)। তাছাড়াও টেস্টে ২৯২ উইকেট শিকারের পাশাপাশি ২০০টি ক্যাচ ধরেছেন তিনি।

টেস্টকে বিদায় জানালেও ওয়ানডে খেলে যেতে চেয়েছেন তিনি। লক্ষ এখন ওয়ানডেতে নিজের সেরা সময়টা পার করা। আর টেস্টে বিদায়ের পর অবসরের সময়টি পরিবারকে সময় দিবেন বলেও জানিয়েছেন এই অলরাউন্ডার।

(দ্য রিপোর্র্ট/এমআই/লতিফ/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর