thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

বৈদেশিক সহায়তার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

২০১৩ ডিসেম্বর ৩১ ১৪:৪৯:২০
বৈদেশিক সহায়তার ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বৈদেশিক সহায়তা বিষয়য়ক এক কর্মশালা রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের আয়োজনে মঙ্গলবার এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ।

কর্মশালায় সভাপতিত্ব করেন ইআরডির অতিরিক্ত সচিব আরাস্তু খান। বক্তব্য রাখেন- ইআরডির অতিরিক্ত সচিব সফিকুল আজম ও ইআরএফ এর সভাপতি খাজা মাইনুদ্দিন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইআরডির অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ‘স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোট ৮ হাজার ১০৩ কোটি ৫২ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার পেয়েছে। এর মধ্যে ছাড় হয়েছে মোট ৫ হাজার ৯৩০ কোটি ৭৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।’

(দ্য রিপোর্ট/জেজে/এনডিএস/লতিফ/ডিসেম্বর ৩১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর