thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

ই-টিআইএনের রি-রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ল

২০১৩ ডিসেম্বর ৩১ ১৫:২৪:৩১
ই-টিআইএনের রি-রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়ল

দ্য রিপোর্ট প্রতিবেদক : আয়কর রির্টানের যে সময়সীমা ছিল তার আর বাড়াচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে অনলাইন কর সনাক্তকারী নম্বরের (ই-টিআইএন) রি-রেজিস্ট্রেশন আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে এনবিআর সূত্রে জানা গেছে। এনবিআরের গণসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য জানিয়েছেন।

এদিকে এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, করদাতাদের দ্রুত ও উন্নততর সেবা প্রদানের উদ্দেশ্যে ১০ ডিজিটের টিআইএন পরিবর্তন করে ই-টিআইএন পদ্ধতির মাধ্যমে অনলাইনে নতুন ১২ ডিজিটের টিআইএন গ্রহণের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০১৩ শেষ হয়েছে। তবে ই-টিইনএন পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ৩১ মার্চ ২০১৪ পর্যন্ত বাড়ানো হলো।

আয়কর রির্টানের মেয়াদ ২০১৩ সালে ৩০ অক্টোবর, ১ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর এ ৩ দফায় বাড়ানো হয়। তবে এর মেয়াদ আর বাড়ানো হচ্ছে না।

করদাতাদের ই-টিআইএনের আওত্তায় আনতে গত ১ জুলাই থেকে কাজ শুরু করে এনবিআর। পুরাতন ১০ ডিজিটের টিইনএন ধারীদের ১২ ডিজিটের ই-টিআইএন রি-রেজিস্ট্রেশনের সময় ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। এখন তা বাড়িয়ে তা আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

(দ্য রিপোর্ট/ এএইচএচ/এনডিএস/ডিসেম্বর ৩১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর