thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

খালেদা জিয়ার মানহানি ও হুমকির মামলা খারিজ

২০১৩ ডিসেম্বর ৩১ ১৫:৪৪:৫২
খালেদা জিয়ার মানহানি ও হুমকির মামলা খারিজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা হুমকি ও মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় মহানগর হাকিম আসাদুজ্জামান নূর মামলাটি খারিজের আদেশ দেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, খালেদা জিয়ার বিরুদ্ধে সংবিধানের ৩৬নং অনুচ্ছেদ লংঘনের অভিযোগ আনা হয়েছে। সংবিধান অভিভাবক হলো সুপ্রিম কোর্ট। অত্র আদালতে মামলাটি পরিচালনার এখতিয়ার নেই।

পর্যবেক্ষণে আরো বলা হয়, এ মামলার অন্যান্য অভিযোগ দেওয়ানি প্রকৃতি বিধায় ফৌজদারি কার্যবিধি ৩০২ ধারায় মামলাটি খারিজ করা হলো।

এর আগে খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী হুমকি ও মানহানির মামলা করেন। মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে মঙ্গলবার সকালে এ মামলা করা হয়।

এ বি সিদ্দিকির পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট রাফিকুল ইসলাম মোল্লা। এ মামলায় একমাত্র খালেদা জিয়াকে আসামি করা হয়েছে এবং ৭জনকে স্বাক্ষী রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাসভবন থেকে বের হলে পুলিশ তাকে বাধা দেয়। এ সময় তিনি গোপালগঞ্জের নাম ‘বদলে যাবে’ বলেন। গোপালগঞ্জের নাম বদলানোর হুমকি এবং ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালনের জন্য এ মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/ জে/এমডি/শাহ/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর