thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ বৃহস্পতিবার

২০১৩ ডিসেম্বর ৩১ ১৬:১৫:৩৬
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগকর্মীদের একের পর এক ন্যাক্কারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে বলে দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। জাতীয় প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এ দাবি জানায় তারা।

সাংবাদিক সম্মেলনে সংগঠনটি রবিবারের পর থেকে বিভিন্ন পেশার নেতাদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদ জানায়। বক্তারা দাবি করেন, ১৮ দলের ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনকালে আইনজীবীদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। সে সময় তারা কোর্ট সমিতির সম্পদ ক্ষতির পাশাপাশি বহু আইনজীবীকে মারধর করে।

সাংবাদিকদের ওপর হামলার কথা উল্লেখ করে তারা আরো বলেন, ‘২৯ ডিসেম্বর আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রেস ক্লাবে সাংবাদিকদের ‍ওপরেও হামলা চালায়। এমনকি তাদের হাত থেকে রক্ষা পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।’

খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার কথা উল্লেখ করে তারা বলেন, ‘রবিবার আওয়ামী লীগকর্মীরা বিএনপি চেয়ারপারসনকে বালুর ট্রাক ও পুলিশবাহিনী দিয়ে অবরুদ্ধ করে রেখেছিল।’

(দ্য রিপোর্ট/এমএম/এআইএম/এমসি/এমএআর/রা/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর