thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ২ জিলকদ  1445

দক্ষিণ সুদানের গুরুত্বপূর্ণ শহরে বিদ্রোহীদের হামলা

২০১৩ ডিসেম্বর ৩১ ১৬:২৮:১৮
দক্ষিণ সুদানের গুরুত্বপূর্ণ শহরে বিদ্রোহীদের হামলা

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানের জঙ্গলেই প্রদেশের রাজধানী বোর শহরে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। জাতিসংঘের কম্পাউন্ডের কাছে মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ হামলা চালানো হয় বলে জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন।

দক্ষিণ সুদানের সেনাবাহিনীর এক মুখপাত্রও সেখানে ‘তুমুল লড়াই’ হয়েছে বলে নিশ্চিত করেছেন।

এর আগে, গত সপ্তাহেও বিদ্রোহীদের কাছ থেকে বোর শহর পুনদখল করে নেয় সেনাবাহিনী।

এদিকে, দেশটিতে সংঘাত শেষ করার ব্যাপারে একটি সমাধানে আসার জন্য পূর্ব আফ্রিকার নেতাদের বেঁধে দেওয়া সময় মঙ্গলবার শেষ হবে।

তবে এই সময়ের মধ্যে সমাধানে আসার খুব একটা সম্ভাবনা নেই বলে বিশ্লেষকরা জানিয়েছেন।

নুয়ের সম্প্রদায়ের ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট রিয়েক ম্যাচারের অনুগত বিদ্রোহীরা ক্ষমতা দখলের জন্য দিনকা সম্প্রদায়ের প্রেসিডেন্ট সালভা কিরের ওপর হামলা চালালে এ সংঘাত শুরু হয়। সূত্র: বিবিসি

(দ্য রিপোর্ট/কেএন/এমএআর/সা/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর