thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘নির্বাচনের পর জয়কে রংপুরে পাঠিয়ে দেব’

২০১৩ ডিসেম্বর ৩১ ১৬:৫৭:৫৯
‘নির্বাচনের পর জয়কে রংপুরে পাঠিয়ে দেব’

রংপুর সংবাদদাতা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। আমরা দেশের প্রতিটি এলাকায় উন্নয়ন করেছি। আগামীতেও করব।’

তিনি বলেন, ‘নির্বাচনের পর জয়কে আপনাদের কাছে পাঠিয়ে দেব। সে আপনাদের সেবা করবে। রংপুরকে বিভাগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় হয়েছে। এখানে উন্নয়নের জন্য যা যা করা দরকার সবই হবে।’

এ সময় তিনি ৫ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে পুনরায় ভোট দেওয়ার আহ্বান জানান।

রংপুরের পীরগঞ্জে তরফমৌজা হাই স্কুল মাঠে মঙ্গলবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘যতই আন্দোলন হোক, যুদ্ধাপরাধীদের বিচার কেউই ঠেকাতে পারবে না। আপনি (খালেদা জিয়া) যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান। যুদ্ধাপরাধীদের মতো আপনাদেরও বিচার করা হবে।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ করছে আমরা (মহাজোট সরকার) তাদের বিচার করছি। এরই মধ্যে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। বাকিদের রায়ও কার্যকর হবে। কোনো আন্দোলন দিয়ে খালেদা জিয়া তাদের বাঁচাতে পারবে না।’

শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়া আন্দোলনের নামে নির্বিচারে গাছ কেটে, রাস্তা কেটে মানুষের দুর্ভোগ সৃষ্টি করছে। জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। যুদ্ধাপরীদের মতো তাদেরও (বিরোধী জোট) বিচার হবে।’

টুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) খালিদ মাহমুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুসহ স্থানীয় আওয়ামীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

এর আগে বেলা পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দপুর বিমানবন্দরে নামেন। সেখান থেকে রংপুর সার্কিট হাউজে এসে কিছু সময় অপেক্ষা করেন। এরপর তিনি রংপুরের পীরগঞ্জের টুকুরিয়া ইউনিয়নে জনসভা করেন। জনসভা শেষে ড. ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত এবং জয় সদনে খাবার শেষে নেতা কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

(দ্য রিপোর্ট/আরআই/এনডিএস/রা/ডিসেম্বর ৩১,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর