thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মোহামেডানে ‘লাতিন ফুটবল’ শেখাবেন বাতিস্তা

২০১৩ ডিসেম্বর ৩১ ১৭:০০:৪৫
মোহামেডানে ‘লাতিন ফুটবল’ শেখাবেন বাতিস্তা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় দলে ডাচ কোচ লোডভিক ডি ক্রুইয়ের কাছে এতোদিন টিকিটাকা ফুটবলের তালিম নিয়েছেন জাহিদ-এমিলিরা। ঘরোয়া ক্লাব মোহামেডানে খেলা এই তারকারা এবার শিখবেন লাতিন ফুটবলের কৌশল। সাদা-কালো শিবিরের নবনিযুক্ত পর্তুগিজ কোচ রুই ক্যাপোলো বাতিস্তার কাছ থেকে এই দীক্ষা নেবেন তারা।

মোহামেডানের সঙ্গে ৬ মাসের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন আশার কথাই শুনিয়েছেন বাতিস্তা। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ বলেছেন, ‘এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নিতে আমি পছন্দ করি। আমার কাছে ভালো ফুটবল সবার আগে। ভালো ফুটবলকেই গুরুত্ব দেই।’

কী ধরণের খেলা পছন্দ করেন? এমন প্রশ্নের জবাবে বাতিস্তা বলেছেন, ‘লাতিন ফুটবল আমার পছন্দ। বিশেষ করে ব্রাজিলিয়ান ফুটবলের ভক্ত বলতে পারেন আমাকে। এ নিয়ে কাজ করতে চাই।’

বাস্তিতাকে কোচিং স্টাফে অন্তর্ভুক্ত করার মাধ্যমে প্রথমবারের মতো মেডামেডান কোনো ইউরোপিয়ান কোচের সঙ্গে চুক্তি করেছে। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব অ্যাথেটিকো থ্রি ডি ফ্যাবরিরোর হয়ে ৩ বছর কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে বাতিস্তার। এবার হাল ধরবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী দল মোহামেডান ক্লাবের। প্রিমিয়ার লিগ সামনে রেখেই তাকে ঢাকায় এনেছে মোহামেডান।

বাস্তিতার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহামেডানের সাবেক স্থানীয় কোচ শাইফুল বারী টিটু। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় চলতি মৌসুমে ক্লাবটির সঙ্গে থাকতে অপারগতা প্রকাশ করেছিলেন তিনি। তবে নতুন কোচকে শুভেচ্ছা জানাতে ভুলেননি তিনি। বলেছেন, ‘নতুন কোচকে শুভেচ্ছা জানাই। আশা করছি বাতিস্তা যাদুকরি কিছু করে দেখাতে পারবে। যা মোহামেডানের জন্য এখন দরকার।’

নতুন কোচের ব্যাপারে ক্লাবের ডিরেক্টর সারোয়ার হোসেন বলেছেন, ‘এবার আমরা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছি। মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপে বিদেশি ফুটবলারদের নিয়ে একটু সমস্যা ছিল। তাই ফলাফল আশানুরুপ হয়নি। আশা করছি খুব শিগগিরই সমস্যা কাঁটিয়ে উঠতে পারবো।’

বাতিস্তার আগে মোহামেডান ফুটবল দলের কোচিং করিয়েছেন আরো ৬ বিদেশি। তারা হলেন- নাসির হেজাজি, ক্যাং, আদু কাদিরি খানা, পাকির আলী, সামির সাকির ও অ্যামেকা।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/রা/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর