thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

অবরোধ সফলের আহ্বান

২০১৩ ডিসেম্বর ৩১ ১৯:০২:০২
অবরোধ সফলের আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : বুধবার থেকে ১৮ দল আহুত দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার দেশে অরাজকতা সৃষ্টি করে নির্বিঘ্নে প্রহসনের একতরফা নির্বাচন সম্পন্নের যে ষড়যন্ত্র করছে, তা কখনো সফল হবে না। দেশের জনগণ এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, রাশিয়াসহ বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ এ নির্বাচন গ্রহণযোগ্য নয় মর্মে অভিমত প্রকাশ করে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকার জেদ, হঠকারিতা বহাল রাখার জন্য প্রহসনের নির্বাচনের যে নাটক করছে তার বিরুদ্ধে দেশের ৯০ ভাগ মানুষ শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। জনগণের এ আন্দোলন অবশ্যই বিজয়ী হবে ও ফ্যাসিস্ট শক্তির পরাজয় ঘটবে।’

এদিকে অবরোধ কর্মসূচি সফলের আহবান জানিয়েছেন জমিয়ত নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, ‘জুলুম নির্যাতনের পরিণতি কখনো ভালো হয় না। মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলা ও নির্বাচনের নামে ভোটাধিকার হরণের এই নির্লজ্জ প্রহসন বন্ধ করুন। ভারতের ইশারায় এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা সফল হবে না, বরং আপনাদেরকেই শোচনীয় পরিণতি বরণ করতে হবে।’

বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের নির্বাহী সভাপতি আল্লামা মোস্তফা আজাদ, সিনিয়র সহসভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা মহিউদ্দীন ইকরাম, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, প্রচার সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ আরমান ও দফতর সম্পাদক মুফতী রেদওয়ানুল বারী সিরাজী প্রমুখ।

(দ্য রিপোর্ট/কেএ/এসবি/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর