thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কারাতেতে বাংলাদেশের ৬ স্বর্ণ

২০১৩ ডিসেম্বর ৩১ ১৯:১৫:০৮
কারাতেতে বাংলাদেশের ৬ স্বর্ণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের অর্জন ৬টি স্বর্ণসহ মোট ১১টি পদক।

বাংলাদেশ দলের হয়ে ওপেন কাতা ও কুমিতে ৩টি স্বর্ণ পদক জিতেছেন হাসান খান। এ ছাড়া মাইনাস ৭০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ জিতেছেন কবির। শামিম ওসমান স্বর্ণ জিতেছেন মাইনাস ৬০ কেজি ওজন শ্রেণীতে।

১৮ বছর প্লাস গ্রুপে ব্যক্তিগত কাতায় স্বর্ণ জিতেছেন আব্দুল লতিফ। এ ছাড়া বাংলাদেশের পক্ষে রৌপ্য পদক জিতেছেন ১৪-১৫ বছর গ্রুপে আবির রহমান। মাইনাস ৫৫ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য জিতেছেন রেজাউল করিম।

৮০ কেজি প্লাস ওজন শ্রেণী কুমিতে ইভেন্টে বাংলাদেশ দলের পক্ষে তৃতীয় রৌপ্য পদকটি জিতেছেন আব্দুল লতিফ। ২টি ব্রোঞ্জ পদকের মধ্যে একটি পেয়েছেন ১৪-১৫ বছর গ্রুপে কুমিতে ইভেন্টে মাহি রহমান এবং ব্যক্তিগত কাতায় শামিম ওসমান।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর