thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

সুপ্রিম কোর্টে মিছিল-সমাবেশ করবে না আইনজীবীরা

২০১৩ ডিসেম্বর ৩১ ২০:২০:১৩
সুপ্রিম কোর্টে মিছিল-সমাবেশ করবে না আইনজীবীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে কোনো মিছিল বা সমাবেশ করবে না বলে প্রধান বিচারপতিকে আশ্বস্ত করেছেন বিএনপি-আওয়ামীপন্থী আইনজীবীরা।

প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে মঙ্গলবার বিএনপি ও আওয়ামীপন্থী আইনজীবীরা মিছিল-সমাবেশ না করার সিদ্ধান্তের কথা জানান।

প্রধান বিচারপতির আমন্ত্রণে সুপ্রিম কোর্ট ‍বারের বর্তমান ও সাবেক সভাপতি-সম্পাদক এবং অ্যাটর্নি জেনারেল সাক্ষাৎ করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক স ম রেজাউল করিম দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা দুই পক্ষের আইনজীবীরা এ ব্যাপারে একমত হয়েছি যে, সুপ্রিম কোর্টে কোনো প্রকার মিছিল-সমাবেশ করব না। একই সঙ্গে যদি পেশাজীবীর কোনো মিছিল বা সমাবেশ করতে হয় তবে তা বার ভবনে করা হবে। আর মিছিল নিয়ে যদি আদালতের বাইরে যেতে হয় তা হলে সুপ্রিম কোর্টের মাজারের সামনে থেকে মিছিল নিয়ে বাইরে যাওয়া হবে।

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর