thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

শীতার্তদের জন্য কম্বল বরাদ্দ

২০১৩ ডিসেম্বর ৩১ ২১:১৮:৩৯
শীতার্তদের জন্য কম্বল বরাদ্দ

দ্য রিপোর্ট প্রতিবেদক : শীতার্ত মানুষের জন্য সরকার ২৩ জেলায় ৪৪ হাজার পিস কম্বল বরাদ্দ দিয়েছে।

বরাদ্দ পাওয়া জেলাগুলো হলো- দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, জামালপুর, যশোর, সুনামগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, নেত্রকোনা, মেহেরপুর ও চুয়াডাঙ্গা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। শীতার্ত ও দুঃস্থ জনসংখ্যার আধিক্য বিবেচনা করে জেলা প্রশাসকরা সংশ্লিষ্ট জেলার উপজেলায় কম্বল বরাদ্দ দেবেন।

জেলাগুলোর মধ্যে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়ায় তিন হাজার এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় দুই হাজার ৫০০ পিস করে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ছাড়া জয়পুরহাট, নওগাঁ ও নাটোর জেলায় দুই হাজার; জামালপুরে এক হাজার; শেরপুর, পাবনা, সিরাজগঞ্জ ও নেত্রকোনায় ৮০০; যশোর ও সুনামগঞ্জে ৫০০ এবং মেহেরপুর ও চুয়াডাঙ্গায় ৪০০ করে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএইচও/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর