thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পেশোয়ারে বিস্ফোরণে নিহত ৩

২০১৩ ডিসেম্বর ৩১ ২১:৩৩:২২
পেশোয়ারে বিস্ফোরণে নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে একটি অটোরিকশা বিস্ফোরিত হয়ে অন্তত তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছে। খবর ডননিউজের।

আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পশতুনখাওয়ার রাজধানী পেশোয়ারে মঙ্গলবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শহরের পান্ডো চক এলাকায় একটি তিনচাকার অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

নিহতদের প্রত্যেকেই আফগানিস্তানের শরণার্থী। তবে আহতদের মধ্যে পাকিস্তানের নাগরিকও রয়েছে।

বোমা নিস্ক্রিয়করণ স্কোয়াডের সদস্য জাহিদ খান জানান, বিস্ফোরণের ঘটনায় আট কেজি ওজনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

অটোরিকশাটির চালক সুইচ অন করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আহতদের লেডি রিডিং হাসপাতালে নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর