thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে’

২০১৩ ডিসেম্বর ৩১ ২১:৪৩:৫৫
‘দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারের অবিবেচনাপ্রসূত, প্রতিহিংসাপরায়ণ আচরণের মাধ্যমে দেশকে গৃহবিবাদ থেকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সরকারের এ ধরনের দমননীতি অব্যাহত থাকলে যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের উদ্দেশ্যই হাসিল হবে।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) এর তিন নেতা বিকল্প ধারা বাংলাদেশ এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেছেন।

নেতৃবৃন্দ দেশকে চরম অনিষ্টকর পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য অবিলম্বে একতরফা নির্বাচনের তফসীল বাতিল করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এসএ/এসবি/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর