thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

রিটার্ন জমা ৯ লাখ

২০১৩ ডিসেম্বর ৩১ ২২:৩৩:৩৯
রিটার্ন জমা ৯ লাখ

দ্য রিপোর্ট প্রতিবেদক : তিন দফা সময় বাড়ানোর পর গত ছয় মাসে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) প্রায় নয় লাখের মতো আয়কর রিটার্ন জমা পড়েছে। এ ছাড়া পুরাতন ও নতুন মিলে এখন পর্যন্ত নয় লাখ ৫৮ হাজার ৩৭৯ জন ইন্টারনেট ট্যাক্স আইডেন্টিফিকেশন (ই-টিআইএন) রেজিস্ট্রেশন করেছেন। এনবিআর সূত্রে এ সব তথ্য জানা গেছে।

এনবিআর আয়কর বিভাগের দ্বিতীয় সচিব আশরাফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার থেকে প্রায় ২০ হাজারের মতো নতুন আয়কর রির্টানের জন্য আবেদন জমা পড়েছে। সব মিলে নয় লাখের মতো আয়কর রিটার্ন জমা হবে।

তিনি আরও বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে যারা রিটার্ন জমা দেওয়ার জন্য আবদেন করেছেন তাদের আবেদন বিবেচনা করা হবে।

এনবিআর সূত্রে জানা যায়, পুরাতন করদাতাদের মধ্যে সাত লাখ ৭৯ হাজার ৬৭৩ জন রেজিস্ট্রেশন করেছেন। এ ছাড়া নতুন ই-টিআইএন রেজিস্ট্রেশন করেছেন এক লাখ ৭৮ হাজার ৭১৬ জন।

পুরাতন করদাতাদের আয়কর সনাক্তকারী নম্বর (টিআইএন) ছিল ১০ ডিজিটের। করদাতাদের দ্রুত ও উন্নত সেবা প্রদানের উদ্দেশ্যে এনবিআর ১২ ডিজিটের টিআইএন নম্বর করেছে।

২০১২-১৩ অর্থ বছরে মোট ১১ লাখ ৩৪ হাজার আয়কর রিটার্ন জমা পড়েছিল। এর মধ্যে নভেম্বর পর্যন্ত আদায় হয়েছিল নয় হাজার ৯৩২ কোটি টাকা।

উল্লেখ্য, ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্নের মেয়াদ তৃতীয় দফা বাড়ানো হয়। রাজনৈতিক অস্থিরতা হরতাল-অবরোধের কারণে এই মেয়াদ বাড়ানো হয়ছিল। এর আগে আয়কর রিটার্নের মেয়াদ ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এনবিআরের তথ্য অনুসারে, দেশে টিআইএনধারীর সংখ্যা ৩৩ লাখ। সক্রিয় আছেন প্রায় ১৭ লাখ।

(দ্য রিপোর্ট/এস/এমএআর/ডিসেম্বর ৩১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর