thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা

২০১৪ জানুয়ারি ০১ ১০:২৬:৫৪
খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটা মানহানির মামলা হয়েছে। মামলা করেছেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি আলহাজ্জ মো. মুজিবুর রহমান মোল্লা। তার পক্ষে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট ননী গোপাল।

ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে বুধবার সকাল ১০ টায় এ মামলাটি দায়ের করা হয়। মামলার একমাত্র আসামি খালেদা জিয়া। স্বাক্ষী করা হয়েছে ৮ জনকে।

কিছুক্ষণের মধ্যেই মামলাটির শুনানি শুরু হবে।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বাসভবন থেকে বের হলে পুলিশ তাকে বাধা দেয়। এ সময় তিনি গোপালগঞ্জের নাম ‘বদলে যাবে’ বলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মামলাটি করা হয়েছে।

এর আগে মঙ্গলবারও খালেদা জিয়ার বিরুদ্ধে বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী হুমকি ও মানহানির একটি মামলা করেন। মহানগর হাকিম আসাদুজ্জামান নূর মামলাটি খারিজ করে দেন।

(দ্য রিপোর্ট/ জেআ/ এমডি/ জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর