thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

মগবাজারে জামায়াতের মিছিল

২০১৪ জানুয়ারি ০১ ১২:০০:০৪
মগবাজারে জামায়াতের মিছিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলের ডাকা দেশব্যাপী অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন মগবাজারে একটি মিছির বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এ সময় তারা মগবাজার এলাকার রেলগেইটে অবস্থান নেয়।
রমনা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আহসান হাবিবের নেতৃত্বে বুধবার সকাল ৯টায় মগবাজার রেলগেইট এলাকায় এই মিছিল বের করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, রমনা থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ আলী মোল্লা, জিল্লুর রহমান, আতাউর রহমান সরকার, ছাত্রনেতা আশ্রাফ উদ্দিন ও সাইয়েদ যোবায়ের প্রমুখ।

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী একটি মিছিল বের করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের বাধার মুখে তারা এই মিছিল বের করতে পারেনি।’

(দ্য রিপোর্ট/এনইউডি/এমসি/লতিফ/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর