thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

রাজধানীর বিভিন্ন স্থানে শিবিরের মিছিল

২০১৪ জানুয়ারি ০১ ১২:৫৬:৩৯
রাজধানীর বিভিন্ন স্থানে শিবিরের মিছিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : ১৮ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১ম দিনের শুরুতে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির।

বুধবার সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে রাজপথ অবরোধ করে ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৬টায় সবুজবাগ এলাকায় অবরোধের সমর্থনে একটি মিছিল বের করে ঢাকা মহানগরী পূর্ব শাখা। এতে নেতৃত্ব দেন শাখা সভাপতি রাশেদুল হাসান রানা।

তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়। এ সময় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

অপরদিকে সকাল ৭টায় ডেমরায় মিছিল ও পিকেটিং করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ। শাখা সভাপতি শাহীন আহমদ খানের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। ডেমরার বড়ভাঙ্গা ব্রিজ থেকে শুরু হয়ে বোর্ড মিলে গিয়ে সড়ক অবরোধ করে মিছিলকারীরা।

সকাল ৮টায় তেজগাঁও এলাকায় মিছিল ও অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা। শাখা প্রচার সম্পাদক কামরুল হাসানের নেতৃত্বে মিছিলটি বের করে নেতাকর্মীরা।

সকাল ১০টায় পুরান ঢাকার ধুপখোলা এলাকায় মিছিল বের করে ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। শাখা সেক্রেটারি খালেদ মাহমুদের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধুপখোলা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় শাখা সাংগঠনিক সম্পাদক দাইয়্যান সালেহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে মিছিলের সত্যতা জানতে চাইলে কেউ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

(দ্য রিপোর্ট/ এনইউডি/এনডিএস/লতিফ/জানুয়ারি ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর