thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

শমসের-মজিনা বৈঠক

২০১৪ জানুয়ারি ০১ ১৩:৩৭:৪১
শমসের-মজিনা বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা। বুধবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শমসের মবিনের বনানীর ডিওএইচএসের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

শমসের মবিন ও মজিনার এ অনানুষ্ঠানিক বৈঠক সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে মঙ্গলবার ড্যান মজিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানের বাসভবনে প্রায় ৯০ মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে মজিনা লিখিত বিবৃতিতে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচনের পথ খোঁজার আহ্বান জানান।

এ কারণে মজিনা-শমসের বৈঠক গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন রাজনৈতিকরা।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমডি/শাহ/ডিসেম্বর ০১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর