thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

অবরোধের সমর্থনে জাবিতে ছাত্রদলের মিছিল

২০১৪ জানুয়ারি ০১ ১৪:১৬:২৮
অবরোধের সমর্থনে জাবিতে ছাত্রদলের মিছিল

জাবি প্রতিবেদক : দেশব্যাপী ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে বুধবার মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) জাতীয়তাবাদী শাখা ছাত্রদল। ছাত্রদল নেতা সাইফুলের নেতৃত্বে মিছিলে শাখা ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।

মিছিলটি সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে সমাজবিজ্ঞান অনুষদ ঘুরে অমর একুশের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে ছাত্রদল নেতা সাইফুল ইসলাম বলেন, ‘যে পাতানো নির্বাচনের মাধ্যমে আবারও শেখ হাসিনার আওয়ামী সরকার ক্ষমতায় আসার পায়তারা করছে তা ছাত্রদলের নেতাকর্মীরা বাস্তবায়ন করতে দেবে না।’

এ সময় খালেদা জিয়াকে তার বাসভবনে অবরুদ্ধ করে রাখায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সমাবেশে অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এএস/এনডিএস/লতিফ/জানুয়ারি ০১,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর