thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসব বৃহস্পতিবার

২০১৪ জানুয়ারি ০১ ১৪:৩৫:৩৩
দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসব বৃহস্পতিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশব্যাপী পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করা হবে বৃহস্পতিবার। এদিন দেশের সব প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক স্কুল, দাখিল মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের সব ছাত্রছাত্রীর হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হবে বলে বুধবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ২০১৪ শিক্ষাবর্ষে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসার এবতেদায়ি ও দাখিলের ৩ কোটি ৭৩ লাখ ৬৭২ শিক্ষার্থীর ২৯ কোটি ৭৪ লাখ ৭৩ হাজার ৩৮৬টি বই দেওয়া হবে। এর মধ্যে প্রাথমিকের ৩৩টি বিষয়, মাধ্যমিকের ১০২টি, এবতেদায়ির ৩৪টি এবং দাখিলের ৭৯টি বিষয়ের বই রয়েছে।

প্রথমবারের মতো চালু হওয়া প্রাক-প্রাথমিকেরও প্রায় দেড় কোটি বই রয়েছে।

উল্লেখ্য, ২০১০ শিক্ষাবর্ষ থেকে বছরের প্রথম কর্মদিবসে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালন করা হয়। এ বছর ১ জানুয়ারি আখেরি চাহার সোম্বা উপলক্ষে স্কুল-মাদরাসা বন্ধ থাকায় ২ জানুয়ারি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে।

(দ্য রিপোর্ট/এসআর/এনডিএস/লতিফ/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর