thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

শাহজালালে স্বর্ণ ও সিগারেটসহ আটক ২

২০১৪ জানুয়ারি ০১ ১৪:৫৫:২৪
শাহজালালে স্বর্ণ ও সিগারেটসহ আটক ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৩৪ গ্রাম স্বর্ণ ও ৬৩৬ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেটসহ দুজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- জহিরউদ্দিন (৪৫) ও আলী শেখ (৪০)।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বুধবার সকাল ১০টায় অভিযান চালিয়ে এ স্বর্ণ ও সিগারেট জব্দ করে। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য ২০ লাখ টাকা এবং সিগারেটের মূল্য ১০ লাখ টাকা বলে আর্মড পুলিশ জানিয়েছে।

সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুর রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে সকাল সোয়া ৯টার দিকে ঢাকায় আসেন জহিরউদ্দিন ও আলী শেখ। গ্রিন চ্যানেল পার হওয়ার পর ২ নম্বর ক্যানপি থেকে এদের ব্যাগ তল্লাশি করে চারটি সোনার বিস্কুট ও ৬৩৬ কার্টন ইজি ব্ল্যাক সিগারেট পাওয়া যায়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনইউডি/এনডিএস/এএল/জানুয়ারি ০১,২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর