thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

২০১৪ জানুয়ারি ০১ ১৫:১৭:৪৬
ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন বছরের শুরুতে দেশের উভয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। বুধবার দিনের প্রথম ঘন্টায় আগের দিনের চেয়ে মূল্য সূচক এবং টাকার অংকে লেনদেনের পরিমান তুলনামুলক বেড়েছে।

সকাল সাড়ে ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩০৮ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১০১ কোটি ১৩ লাখ টাকা।

সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে আরএন স্পিনিংয়ের। সকাল সাড়ে ১১টা পর্যন্ত এ কোম্পানির ২৮ লাখ ১৮ হাজার ৫০০টি শেয়ার ৯ কোটি ৪৭ লাখ টাকায় লেনদেন হয়েছে।

সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৬৬ পয়েন্টে অবস্থান করে। এদিন লেনদেন হয় ৩৮১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪২৮ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ১০ কোটি ৭৭ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/রা/জানুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর