thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আর্জেন্টিনায় তীব্র দাবদাহে ৭ জনের মৃত্যু

২০১৪ জানুয়ারি ০১ ১৫:৩৯:০৬
আর্জেন্টিনায় তীব্র দাবদাহে ৭ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক : ইউরোপ ও কানাডা যখন তুষার ঝড় আর তীব্র শীত মোকাবেলা করছে, ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় তখন তীব্র দাবদাহে সাতজনের মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র দাবদহের কারণে এক সপ্তাহে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই বয়স্ক মানুষ বলে জানা গেছে।

স্যানটিয়াগো ডেল এস এসটেরো ও উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ১৯০৬ সালের পর দেশটিতে এটাই সবচেয়ে বেশি তাপমাত্রা বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রাজধানী বুয়েন্সআয়ার্স থেকে ১১শ’ কিলোমিটার উত্তরে অবস্থিত স্যানটিয়াগো ডেল এস এসটেরো সবচেয়ে বেশি দাবদাহ অনুভূত হয়েছে। বিদ্যুৎ না থাকায় সেখানকার পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠেছে। সেখানকার কয়েক শ’ মানুষের জরুরি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

তীব্র গরমের সময়ে ওই এলাকার বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। (সূত্র: বিবিসি)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/এসএ/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর