thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

নাশকতামূলক কর্মসূচি না দেওয়ার আহ্বান

২০১৪ জানুয়ারি ০১ ১৬:১১:৩৪
নাশকতামূলক কর্মসূচি না দেওয়ার আহ্বান

কুষ্টিয়া সংবাদদাতা : নতুন বছরে বিএনপি-জামায়াতকে নাশকতামূলক কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

কুষ্টিয়া বিদুৎ শ্রমিকলীগের নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার আগে বুধবার বেলা এগারটায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ১৮ দলের ডাকা কর্মসূচি কোনো রাজনৈতিক নয়। তাদের কর্মসূচি নাশকতামূলক। তারা হরতাল-অবরোধের নামে বাসে-ট্রেনে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করছে।

পরে হানিফ কুষ্টিয়া বিদ্যুৎ শ্রমিকলীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম মোহাম্মদ আজাদের সভাপত্বিতে সভায় আরও বক্তব্য দেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম।

(দ্য রিপোর্ট/এফএপি/এসবি/এসএ/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর