thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

‘পালকি ভ্রমণ’ টেলিফিল্মে অহনা

২০১৪ জানুয়ারি ০১ ১৬:১৬:৪২
‘পালকি ভ্রমণ’ টেলিফিল্মে অহনা

দ্য রিপোর্ট ডেস্ক : সাধনা আহমেদের রচনা ও চাষী নজরুল ইসলাম পরিচালনায় ‘পালকি ভ্রমণ’ টেলিফিল্মে অভিনয় করেছেন অহনা। বৃহস্পতিবার রাত ১১টায় এটিএন বাংলায় প্রচার হবে টেলিফিল্মটি। অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, শিরিন বকুল, খুরশিদুজ্জামান উৎপল প্রমুখ।

টেলিফিল্মে দেখা যাবে, গ্রামের তালুকদার পরিবারের ভাগ্নি লাইলি নিজ গ্রামের জোয়ারদার পরিবারের নুরুকে ভালবাসে। দুই পরিবারের মধ্যে সেতুবন্ধন করতে চায় তারা। একমাত্র ছেলে নুরুর চাওয়া পাওয়ার দাম দিতে জোয়ারদার তালুকদারের কাছে নুরু-লাইলির বিবাহ প্রস্তাব নিয়ে যায়। অবাক হয় তালুকদার, জোয়ারদার বংশে মেয়ে দেবে? এই প্রশ্ন তার পারিবারিক ঐতিহ্যকে যে কত বড় অসম্মানের হাতে ফেলে দেয়। এক বাক্যে না করে দেয় তালুকদার, অপমানিত হয়ে ফিরে যায় জোয়ারদার। কিন্তু নুরু ফিরে যায় না। রাতের অন্ধকারে তারা অন্যপথে তাদের স্বপ্ন পুরণের আলাপ করে। এই ঘটনা দেখে নুরুকে শাসিয়ে লাইলিকে নিয়ে যায় তালুকদার। তালুকদার মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের পরিবারের ঐতিহ্য মতে পালকি নিয়ে এসে কনেকে নিয়ে যেতে হবে। দশ গ্রাম খুঁজে পালকি না পেয়ে পালকি ছাড়াই বিয়ে করতে আসে নুরু। কিন্তু পালকি ছাড়া মেয়ের বিয়ে দেয় না তালুকদার। এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/আরকে/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর