thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শেষ টেস্টে অনিশ্চিত পানেসার

২০১৪ জানুয়ারি ০১ ১৬:৩৮:০৪
শেষ টেস্টে অনিশ্চিত পানেসার

দ্য রিপোর্ট ডেস্ক : অ্যাশজ সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের ছক করছেন মাইকেল ক্লার্করা। প্রতিপক্ষের এমন মনোভাবের ক্ষণে ইংল্যান্ডের জন্য দুঃসংবাদ; ইনজুরির জন্য পঞ্চম ও শেষ টেস্টে স্পিনার মন্টি পানেসারের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ইনজুরির জন্য মাঠে নামতে পারবেন না ৩১ বছর বয়সী পানেসার। যদিও তার অনুশীলন মূল্যায়ন করা হচ্ছে।

পানেসার না খেললে টেস্ট দলে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছেন একজন নবাগত ক্রিকেটারের। এই দৌড়ে রয়েছেন লেগস্পিনার স্কট বোর্থউইচ ও অফস্পিনার জেমস ট্রেডওয়েল। ২ জনের মধ্যে একজনকে বেছে নেবেন নির্বাচকরা।

৫ টেস্টের সিরিজে এরই মধ্যে ৪-০ তে জিতেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে জয় পেলে ষোলকলা ‍পূর্ণ হবে স্বাগতিকদের; হোয়াইটওয়াশ হবে ইংল্যান্ড। বৃহস্পতিবার শেষ টেস্টে মুখোমুখি হবে ২ দল।

(দ্য রিপোর্ট/সিজি/সা/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর