thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

সমঝোতার সেতু তৈরির আহ্বান কাদেরের

২০১৪ জানুয়ারি ০১ ১৭:৪০:১২
সমঝোতার সেতু তৈরির আহ্বান কাদেরের

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসুন ইংরেজি নতুন বছরে দেশ, জাতি ও গণতন্ত্রের স্বার্থে বিভাজনের দেয়াল ভেঙ্গে সমঝোতার সেতু তৈরী করি।’

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণে, দারিদ্র মোকাবেলা, জঙ্গিবাদকে প্রতিহত ও পরাজিত করার লক্ষ্যে আসুন আমরা এক সঙ্গে কাজ করার অভিন্ন ক্ষেত্র খুঁজে বের করি।

আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা দিবালোকের মতো সত্য অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামো রক্ষায় ৫ জানুয়ারি নির্বাচন করা ছাড়া বাস্তব ও সংবিধানসম্মত কোনো বিকল্প ছিল না। দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে সংলাপ ও সমঝোতার মাধ্যমে প্রধান বিরোধী দলসহ সকল নিবন্ধিত দল নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা আশাকরি বিরোধী দল প্রধানমন্ত্রীর এই আহ্বানে সাড়া দেবে।’

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা তুলে ধরে যোগাযোগমন্ত্রী বলেন, ‘বিশ্ব ব্যাংকের সর্বশেষ রিপোর্টে জানা গেছে, প্রধান ১২টি সূচকের মধ্যে ১০টি সূচকেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নিম্ন আয়ের দেশের তুলনায় এগিয়ে যাচ্ছে। বিশ্ব ব্যাংকের হিসেব অনুয়ায়ী নিম্ন আয়ের দেশের গড় মাথাপিছু আয় ৫২৮ ডলার, দক্ষিণ এশিয়ার দেশে যা ১১৭৬ ডলার। আর বাংলাদেশের মাথাপিছু আয় ১০৪৪ ডলার।

তিনি বলেন, ‘২০০৯ সালে বাংলাদেশের দারিদ্র সীমার সূচক ছিলো ৪১ শতাংশ। বর্তমানে যা ২৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। এই সূচক কমানোর জন্যে আমাদের নিরলস প্ররিশ্রম অব্যাহত থাকবে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু।

(দ্য রিপোর্ট/বিকে/এমসি/আরকে/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর