thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

মিকা সিকিউরিটিজকে বিএসইসির সতর্কবার্তা

২০১৪ জানুয়ারি ০১ ১৭:৪৫:২০
মিকা সিকিউরিটিজকে বিএসইসির সতর্কবার্তা

দ্য রিপোর্ট প্রতিবেদক : সিকিউরিটিজ আইন লঙ্ঘন করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য মিকা সিকিউরিটিজকে সতর্কবার্তা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির পক্ষ থেকে গত ৩১ ডিসেম্বর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

গত বছরের ২৭ নভেম্বর মিকা সিকিউরিটিজকে শুনানিতে তলব করা হয়। শুনানিতে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের সপক্ষে ব্যাখ্যা উপস্থাপন করতে বলা হয় মিকা সিকিউরিটিজ কর্তৃপক্ষকে। কিন্তু উত্থাপিত ব্যাখ্যা কমিশনের কাছে সন্তোষজনক মনে না হওয়ায় প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।

বিএসইসির চিঠিতে ভবিষ্যতে সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালনের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এইচকে/এসএ/আরকে/জানুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর