thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

‘আ.লীগ-বিএনপির আশ্রয়ে জামায়াত’

২০১৪ জানুয়ারি ০১ ১৮:৩৪:৩৪
‘আ.লীগ-বিএনপির আশ্রয়ে জামায়াত’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগ-বিএনপির আশ্রয়-প্রশ্রয়ে জামায়াত-শিবির বেড়ে উঠছে বলে মন্তব্য করেছেন কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টামণ্ডলীর সদস্য কমরেড মনঞ্জুরুল আহসান খান।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার বিকেলে সিপিবি ও বাসদ আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

মনঞ্জুরুল আহসান খান বলেন, একদিকে জামায়াতের সঙ্গে কৌশলগতভাবে ঐক্য করেছে আওয়ামী লীগ। অন্যদিকে তাদের সঙ্গে সমোঝোতা করছে বিএনপি।

আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফের কথা উল্লেখ করে তিনি বলেন, হানিফ বলেছেন, জামায়াত-শিবিরের সকল নেতা যুদ্ধাপরাধী নয়। এই কথা বলে তিনি তার দলে কিছু জামায়াত-শিবিরকে যুক্ত করেছেন। আওয়ামী লীগের স্বভাব এখন ওয়াশিং মেশিনের মতো হয়ে গেছে। তারা যা পায় তাদের দলে নিয়ে আসে।

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার কথা উল্লেখ করে মনঞ্জুরুল আহসান খান বলেন, বাংলার জনগণ বলেছিল, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে। কিন্তু তারা জামায়াত-শিবিরকে নয়, নিষিদ্ধ করেছে হিজবুত তাহারীরকে।

জামায়াত-শিবিরকে আমেরিকা পছন্দ করে, কিন্তু হিজবুত তাহারীরকে পছন্দ করে না। আমেরিকাকে খুশী করতেই সরকার এই কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সিপিবি এই নেতা বলেন, জামায়াত-শিবির বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে। আর তার সঙ্গে যুক্ত হয়েছে বিএনপি।

সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব, কমরেড মোরশেদ আলী, বজলুর রশীদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এসবি/এসআই/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর